সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় দশ লক্ষ। এর মধ্যে মারা গিয়েছেন ৫০ হাজার। তবুও নিজেদের ছেলে-মেয়ের নাম করোনা ও কোভিড রাখলেন ছত্তিসগড়ের এক দম্পতি।তাদের যমজ সন্তান হয়েছে লকডাউনের সময়। সেই কারণেই এরকম আজব নামকরন বলে জানতে পারা গেছে।
রায়পুর দম্পতির কথায় যাবতীয় সংগ্রামের শেষে জয়ের প্রতীক এটি। লকডাউনের মধ্যে তাদের যে সমস্যা হয়েছিল এবং তারা কীভাবে সেটিকে অতিক্রম করেছিলেন, এই দুই নাম সেটিকেই মনে করাবে বলে জানিয়েছেন রায়পুরের এই দম্পতি। তাদের আগেই দুই বছরের একটি মেয়ে আছে।
রায়পুরের এক সরকারি হাসপাতালে যমজ বাচ্চাটির জন্ম হয়। বাচ্চাদের মা প্রীতি ভার্মা একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন যে ছেলের নাম কোভিড ও মেয়ের নাম করোনা রাখা হয়েছে। করোনা মারণ ভাইরাস হলেও এটি মানুষকে নতুন করে হাইজিন, স্বাস্থ্যের পাঠ শেখাচ্ছে বলে জানান প্রীতি।
তিনি বলেন যে হাসপাতালের লোকেরাও করোনা ও কোভিড নামে যমজদের ডাকতে শুরু করায়, সেটিই আপাতত নাম দেওয়া হয়েছে। তবে পরে নাম বদলের সম্ভাবনা একেবারে খারিজ করে দেন নি তিনি।