উন্নাও কান্ডে ধর্ষণ ও অপহরণ মামলায় দোষী সাবস্ত করা হল বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গারকে। দোষী সাবস্ত করেছে দিল্লির দিস হাজারি কোর্ট। যদিও উন্নাও কান্ডে ইতিমধ্যে এক অভিযুক্ত শশী সিংহকে বেকসুর খালাস করেছে আদালত। সূত্রের খবর আগামী ১৯ ডিসেম্বর সাজা নিয়ে শুনানি হবে। ওই দিনই সাজা ঘোষণা হতে পারে কুলদীপ সেঙ্গারের।
উল্লেখ্য, ২০১৭ সালে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছিল তাঁর বিরূদ্ধে। চলতি বছরের ৯ আগস্ট তাঁর বিরূদ্ধে চার্জ গঠন করে আদালত। পকসো আইনে তাঁর বিরূদ্ধে মামলা দায়ের করা হয়। ওই সময়েই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এই মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে বৃহস্পতিবার আদালত কী সাজা ঘোষণা করে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে।