করোনার জের এবার উইম্বলডনে। এবার নজির বিহীনভাবে পিছিয়ে গেল উইম্বলডন। বুধবার অল ইংল্যান্ড ক্লাব এই ঘোষণা করেছে। এদিন আয়োজক কমিটির একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরেই ঘোষণা করা হয়েছে, এই মরশুমে খেলা হবে না উইম্বলডন।
আরও পড়ুন: করোনার জের পিছিয়ে গেল টোকিও অলিম্পিক
জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই প্রথম নিদর্শন, যখন মহামারীর আবহে বাতিল হল কোনও গ্র্যান্ড স্লাম। সূচি মেনে ২৮ জুন থেকে ১১ জুলাই, লন্ডনের ঘাসের কোর্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচি বাতিল করে ২০২১-এর সূচি এদিন ঘোষণা করেছে আয়োজক কমিটি।আগামী মরসুমের ২৮ জুন ২০২০ থেকে ১১ জুলাই ২০২১ আয়োজিত হবে উইম্বলডন।
আরও পড়ুন: এবার কি আইসিসি-র শীর্ষ পদ পেতে চলেছেন সৌরভ
সূত্রের খবর, রুদ্ধদ্বার কোর্ট তথা দর্শকহীন কোর্টে এই ক্রীড়া আয়োজিত করতে নারাজ আয়োজক কমিটি। তাই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮৭৭ থেকে চালু হওয়া এই টেনিস প্রতিযোগিতা এর আগে মাত্র দু’বার স্থগিত হয়েছে। ১৯১৫-১৮, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন আর ১৯৪০-৪৫, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। কিন্তু ৭৫ বছর পর ফের সেই স্মৃতি ফিরিয়ে আনল বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করা কোভিড-১৯।