
সুজয় দাস : কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রথম নির্বাচনী তালিকার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলছে। গত ১ তারিখ থেকে ৫ অক্টোবর তারিখ পর্যন্ত নির্বাচিত ছাত্র-ছাত্রীদের তথ্য আপলোড করার সময়সীমা দেওয়া হয়। কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগ সংশ্লিষ্ট তথ্য একাধিকবার আপলোড করার পরেও তথ্য ভেরিফিকেশন হয়নি, ডকুমেন্ট পেন্ডিং বা ডকুমেন্ট নট ভেরিফাইড দেখায়। এরফলে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
অন্যদিকে এই সমস্যা সমাধানে এবং স্নাতকোত্তরে স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া, সময়সীমা ও আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে এদিন ছাত্র সংগঠন এআইডিএসও কলকাতা জেলা কমিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও সহ উপাচার্যের কাছে ডেপুটেশন দেয়। এপ্রসঙ্গে এআইডিএসও কলকাতা জেলা সম্পাদক আবু সাঈদ বলেন “আমরা আশাবাদী কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু যদি এই সমস্ত সমস্যার সমাধান না হয় তাহলে সমস্ত ভুক্তভোগী পড়ুয়াদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। “